Notice Board
প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
২০১৩
এর উত্তরপত্র পুনঃ নিরীক্ষার নিয়মাবলী
১। জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার, মৌলভীবাজার বরাবরে আবেদন করতে হবে।
২। আবেদন পত্রে পরীক্ষার্থীর
রোল নম্বর ও নিরীক্ষার বিষয় উলেস্নখ থাকতে হবে।
৩। আবেদনপত্রে সংশিস্নষ্ট
বিদ্যালয়ের প্রধান শিক্ষাকের সুপারিশ থাকতে হবে।
৪। আবেদনপত্রের
সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার বরাররে প্রতি বিষয়ের নিরীক্ষার জন্য সোনালী ব্যাংক এর ২০০/-(দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল
করতে হবে।
৫। আবেদনপত্রের সাথে পরীক্ষার্থীর প্রবেশ পত্র/মার্কসীট এর ফটোকপি দাখিল করতে হবে।
৬। সকল বিষয়ের A+ প্রাপ্তদের নিরীক্ষার আবেদন গ্রহযোগ্য নয়।
৭। আগামী
১৪/০১/২০১৪ তারিখের মধ্যে নিরীক্ষার আবেদন করতে হবে এবং আবেদনপত্র নিমণ স্বাক্ষরকারীর
দপ্তরে জমা দিতে হবে। এরপর আর কোন নিরীক্ষার আবেদন গ্রহন করা হবে
না।
(মারম্নফ
আহমেদ চৌধুরী)
উপজেলা
শিক্ষা অফিসার
মৌলভীবাজার
সদর।
0 comments: